
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেতা এবং সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ধীরাজ ভট্টাচার্যের ইতিহাস পড়লে জানা যাবে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। অভিনয় ও সাহিত্যের মাধ্যমে উপ-মহাদেশের মধ্যে নিজেকে গড়ে তুলেছিলেন খ্যাতিমান একজন মানুষ হিসেবে। অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মাধ্যমে ধীরাজ ভট্টাচার্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
শুক্রবার বিকালে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পূরবী খেলাঘর আসরের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবর আলী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, খেলাঘর কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যাপক হাসানুজ্জামান ও উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আব্দুস সামাদ, পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, যুব মহিলা লীগ নেত্রী রেহেনা ফিরোজ প্রমুখ।