প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৭:০৮ পিএম |

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ৭জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে।
সোনারগাঁ থানার তালতলা ফাঁড়ি পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬) নামে ৪ জনকে গ্রেফতার করেছে। বাকি ৩জন পালিয়ে গেছে।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির রব্বানী জানান, বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গাব্বাবাড়ির বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক যুবতী (১৯) নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে পাঁয়ে হেটে নয়াপুর বাজার ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসা মাত্রই লম্পট ইসরাফিল, রুহুল আমিন, বাবু ও খোকন আলমসহ ৭জন লম্পটের একটি সংঘবদ্ধ দল মিলে নৃত্যশিল্পী দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে নৃত্যশিল্পী যুবতীকে জোরপূর্বক গণধর্ষন করে।
এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধর্ষণ মামলায় ৪জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।