প্রকাশ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ২:৫৫ পিএম |

উত্তরে হিমালয় নিকটে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও কমতে শুরু করেছে তাপমাত্রা।
বুধবার (১৯ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বনিম্ন বলছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া চলতি বছরে গত সাত দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে জেলাটিতে।
এর আগে, গত ১৩ অক্টোবর সকাল ৯টায় ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৪ অক্টেবর ২১ দশমিক ৫, ১৫ অক্টোবর ২১ দশমিক ১, ১৬ অক্টোবর ২১ দশমিক ১, ১৭ অক্টোবর ২০ দশমিক ৯ এবং গতকাল ১৮ অক্টোবর সকাল ৯টায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।