প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ২:৫৪ পিএম |

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান (২৮) নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীমুর রহমান রোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রোমান নড়াগাতি থানার খসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচ এর শিক্ষার্থী ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোমান গত শনিবারে ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে নড়াইল সদর হাসপালে ভর্তি হন। রোববার ডেঙ্গুতে আক্রান্ত কিনা তা জানার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করা হয়। রাতে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নিজের ফেসবুক আইডিতে ‘জ্বর’ লিখে স্ট্যাটাস দেন রোমান।
শেখ ফজলুল হক রোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তিতে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।