প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ১২:২৫ এএম |

মাজেমদ্দি কিচু কিচু ঘটনা শুইনে পুইতে যাওয়ার মতা দশা হয়। ভাইবে পাইনে মানসির মন মাতা কি দিয়ে নিয়ন্ত্রন হচ্চে একন। এইরাম কাজ উরা করে কিরাম কইরে।
আইজ কাল কিচু মানুস দেকি হজ্জে যাইয়েও ধম্মীয় আইন কানুনির চাইতে মুবালি ফটক আর সেলপি তুলতি বেশি ব্যস্তর থাকে। অনেকের কাচে একন হজ উমরা লোক সুমাজে নিজির পোচারের মাইদ্যম হইয়ে গেচে। কেউ কেউ তো সাতে কইরে পুষা লোক নিয়ে যায় ফটক তুলা আর ফেসবুকি ছাড়ার জন্যি। তার নিজির এলেকায় কিচু লোক পুষা থাকে ম্যা’ভাইর ছবি ফেসবুকি ভাসলি সিডা শিয়ার আর কমেন করার জন্যি। চোকির পলকে সেই ছবি ভাইরাল করার জন্যি মুটা টাকার বান্ডিলও খচ্চা কত্তি হয়। এই সব কইরে সুয়াব হয় কিনা ওপরয়ালায় ভালো কতি পারেন তেবে সে নিয়তে সৌইদি যায় তা ফেসবুকি সফল হয় তাতে কারো বিন্দুর মাত্তর সন্দো নেই। কিন্তুক কাল যা শুনালাম তাতে পাটায় পড়ার জুগাড়। কুড়িগিরামের এক ইউনিয়ন পরিষদের চিয়ারমেন ভাগনে নিয়ে যাচ্চিল পবিত্র মক্কায় উমরা হজ্জ কত্তি। শুক্কুরবার জুম্মাবাদ মিলাদ মফেল করায়ে দুয়া খায়ের পড়ায়ে বাড়িত্তে বিদায় আদায় নিয়ে ইয়ারপোটে যাইয়ে চেকচাক কত্তি যাইয়ে ইয়াবাসহ ঘের খাইয়েচে। সৌইদি যাওয়ার বদলি একন শ্রীঘরে জাগা হইয়েচে তাইগের।
কি সব্বেরাশে কতা কওদিনি বাপু। খাইনডা বাইদেচে শুক্কুরবার রাইত আটটার দিকি। বিমানবন্দর পুলিশ সূত্রোর জানা গেচে, শুক্কুরবার রাইত সুয়া আটটার দিকি ইউএস-বাংলার এট্টা ফিলাইটি সৈয়দপুরেত্তে ঢাকা যাচ্ছিলেন আবদুর রাজ্জাক ও তার ভাগনে মুসা। বোডিং পাস নিয়ার সুমায় নিরাপত্তারক্কেকারীরা তাইগের গা গতর তল্লাশী করেন। এ সময় মামা আবদুর রাজ্জাকের জামার পকেটেত্তে নিশাদ্রব্য ইয়াবা বড়ি বাইরোয় পড়ে। ব্যাস সাতে সাতে হৈ জকার পইড়ে যায়। পরে বিমান বন্দরে ডিউটি করা পুলিশ মুবাল কইরে থানাত্তে পুলিশ ডাইকে আইনে তাইগের থানা পুলিশির হাতে দিয়ে দেয়। একন শুনা যাচ্চে মাদক মামলায় তাইগের নামে কেস কামারী হবে। চিয়ারমেন আবদুর রাজ্জাক কুড়িগিরামের থানাহাট ইউনিয়নের সরকার দলের সাধারণ সুম্পাদক। আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩