প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ২:৪০ পিএম |

জান্নাতুল ফেরদৌস ঐশী সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর সেরা হিসেবে নির্বাচিত হয়ে বিজয়ীর মুকুট পরেন। এ ছাড়া তিনি ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা বিশে জায়গা করে নেন। এর পর থেকে কাজ করছেন শোবিজে নিয়মিতই। মিউজিক ভিডিও দিয়ে প্রথমে আলোচনায় আসেন এই সুন্দরী।
এরপর দেখা গেছে তাকে সিনেমায়ও। ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে বেশ ভালো আলোচনা পেয়েছেন তিনি। এরপর ‘রাত জাগা ফুল’ সিনেমা দিয়েও সকলের প্রশংসা কুড়ান তিনি। কাজ করছেন আরও কিছু সিনেমায়।
তার মধ্যে সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে ঐশী অভিনীত ‘আদম’ সিনেমাটি। আবু তাওহীদ হিরণের স্বপ্নের প্রজেক্ট আদম। কয়েক বছর ধরে নানা চড়াই-উতরাই পেরোনোর পর এখন মুক্তির দ্বারপ্রান্তে সিনেমাটি। তিনি জানান, সেন্সর বোর্ড থেকেও পেয়ে গেছে সবুজ সংকেত। আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প আদম। এ গল্প থেকে নির্মিত হয়েছে সিনেমা। ছবির ট্যাগ লাইন ‘আদম থাইকা আদমসন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’।
ছবিটি আনকাট ছাড়পত্র পাওয়ায় আনন্দিত ঐশী। তিনি বলেন, ‘অনেক পরিশ্রম করেছি এই ছবির জন্য। আমার চরিত্রটি খুবই চ্যালেঞ্জের। পরিচালকের নির্দেশনা অনুযায়ী অভিনয়ের চেষ্টা করেছি। কতটা পেরেছি সেটা বলবেন দর্শক। আমার বিশ্বাস এ ছবিটি গল্পের জন্য দর্শকের মনে দাগ কাটবে।’
আবু তাওহীদ হিরণ জানালেন, গত বুধবার (১৬ নভেম্বর) আদম ছবির মুক্তির ছাড়পত্র হাতে পেয়েছেন তিনি। তার ভাষায়, ‘সেন্সর থেকে সিনেমাটি ‘ওকে’ বলেছেন সবাই। আনকাট সেন্সরের পাশাপাশি বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা পেয়েছিও ছবিটির জন্য।’
দ্রুতই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তার আগে ধাপে ধাপে চলবে প্রচার, জানান হিরণ।
মাসুদ পারভেজের সংলাপ ও আবু তাওহীদ হিরণের রচনায় এবং চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন তামিম হোসেন। ঐশী ছাড়াও এতে অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’ খ্যাত ইয়াশ রোহান। আরও আছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম ও আফফান মিতুল, অ্যালেন শুভ্রদের মতো তরুণ অভিনেতারা।