প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৩:০৮ পিএম |

আগের দিন মঙ্গলবারের (২২ নভেম্বর) তুলনায় বুধবার (২৩ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল একই এলাকায় ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, গতকালের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। তাপমাত্রার এই ধারাবাহিকতা আগামী তিনদিন পর্যন্ত এরকমই থাকবে। তবে ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া আপাতত শুষ্ক থাকতে পারে। এছাড়া বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ আকারে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অন্ধ্র উপকূল ও তামিলনাড়ু এলাকায় অবস্থান করছে। বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.১ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার।