রোববার ২৬ মার্চ ২০২৩ ১২ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ সারাদেশ
পুরোনো পদ্ধতি বাদ দিয়ে এবার আধুনিক প্রযুক্তিতে চলবে ট্রেন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৭:০১ পিএম |
শত বছরের পুরোনো পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন। পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ‘ঈশ্বরদী’ স্টেশনে পুরোনা পদ্ধতিতে সুইচ কেবিনে রিলে-ইন্টারলকিং পদ্ধতিতে সকল ট্রেন চলাচল করতো। এবার সেই পদ্ধতি বাদ দিয়ে কম্পিউটারইজড পদ্ধতিতে (আধুনিক প্রযুক্তি) চলাচল করবে ট্রেন।
ঈশ্বরদী-রূপপুর রেললাইন প্রকল্পের আওতায় বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের সুইচ কেবিনে কেক কেটে এর উদ্বোধন করেন।
এর আগে বেলা ১১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী জংশন স্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে খুলনা থেকে আসা রাজশাহী অভিমূখী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রথম নতুন পদ্ধতিতে ছেড়ে যায়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল রূম্পা, ঈশ্বরদী জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান টিভিএম সিগন্যালিং ট্রান্সপোর্ট সিস্টেম প্রাঃ লিঃ এর প্রকল্প পরিচালক কামরুজ্জামান।
পাকশীর সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ বলেন, ‘পূর্বে যেটা ছিল, রিলে-ইন্টারলকিং, দীর্ঘদিনের পুরোনো হওয়ার কারণে ওই পদ্ধতিতে ট্রেন চলাচল করানো বেশ কঠিন হয়ে পড়েছিল। সেই প্রেক্ষিতে রেলওয়ের ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রেললাইন প্রকল্পের আওতায় ঈশ্বরদী জংশন স্টেশনে নতুন করে কম্পিউটারইজড সিস্টেমে ট্রেন চালানোর পদ্ধতি চালু করা হলো।
তিনি আরও বলেন, ১৯৮৫ সাল থেকে পুরোনা পদ্ধতিতে ট্রেনগুলো চালানো হতো। সেই পুরোনা সিস্টেম বাদ দিয়ে সময়োপযোগী আধুনিক প্রযুক্তিতে ট্রেন চালানো বেশ সহজ হবে।  
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, এতদিন ঈশ্বরদীতে রিলে-ইন্টারলকিং সিস্টেমে ট্রেন চলাচল করানো হতো। ট্রেন স্টেশনে আসার আগে আউটারে দাঁড়িয়ে থাকতো। এসময় এটা চাপ দিতে হতো, ওটা চাপ দিতে হতো। এখন একটা বাটন চাপলে পুরো রেললাইন ক্লিয়ার হয়ে যাবে। ট্রেনগুলো সহজে চলাচল করবে। তাছাড়া এই পদ্ধতি বেশ সহজ ও সাশ্রয়ী। আগের পদ্ধতিতে খরচ বেশি।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মুক্তিযোদ্ধাদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন শেখ হাসিনা
রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি, নিহতের সংখ্যা বেড়ে ২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ
আজ রাত এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
আন্দোলনের নতুন কর্মসূচি দিল বিএনপি জোট
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft