এম. জিহাদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৮:৩১ পিএম |

যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভা জনসমুদ্রে রূপ নেয়। লাখো মানুষের ভিড়ে জনসভাস্থল ছাড়িয়ে নেতাকর্মীদের অবস্থান নিতে হয় শহরের বিভিন্ন এলাকায়। ছেলেরা রঙিন টি শার্ট ও ক্যাপ, কপালে ব্যান্ড এবং মেয়েরা লাল-সবুজ শাড়ি পরে উপস্থিত হন জনসভাস্থলে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্ল্যাকার্ড হাতে নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন নেতাকর্মীরা। এ সময় লাল,সবুজ, হলুদ, সাদাসহ নানা রঙে রঙিন হয়ে ওঠে যশোর শহর। শুধু জনসভাস্থলই না, শহরের যেকোনো প্রান্ত থেকে তাকালে চারদিকে শুধু লাল, সবুজ, হলুদ ও সাদা রঙের সমারোহ দেখা যায়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন সুশৃঙ্খল উপস্থিতিতে উৎসবের শহরে পরিণত হয় যশোর।
খুলনা থেকে আসা হাফিজুর রহমান নামে আওয়ামী লীগের এক কর্মী বলেন, সুশৃঙ্খলভাবে লাখ লাখ মানুষের এমন আগমন ঘটবে ভাবতে পারেননি তিনি। রঙিন যশোরে প্রধানমন্ত্রীর আগমনে চারদিকে শুধু উৎসবের আমেজ বলে মনে তার কাছে।