রোববার ২৬ মার্চ ২০২৩ ১২ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
কাউন্সিলর নয়নকে মারপিট
প্রতিবাদে পরিবহন চলাচল বন্ধ করে সমর্থকরা
বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১০:০৪ পিএম আপডেট: ২৬.১১.২০২২ ১০:০৯ পিএম |
আধিপত্য দ্বন্দ্বে ২৬ নভেম্বর দুপুর দেড় টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার একটি চিহ্নিত চক্রের হামলার শিকার হয়েছেন যশোর পৌরসভার কাউন্সিলর ও পরিবহন শ্রমিক নেতা শেখ শাহেদ হোসেন নয়ন। এর প্রতিবাদে দুপুর দুটোর দিকে যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন চলাচল বন্ধ করে দেয় নয়ন সমর্থক ও তার গ্রুপের লোকজন। এসময় গোটা টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

আধাঘন্টা অবরোধ চলার পর পুলিশের উধর্বতনরা ও যশোর পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়ন নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এদিকে নয়নের উপর হামলার ঘটনায় তার বাবা গীতিকার সুরকার ও শিল্পী শেখ ফারুক হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। যদিও অভিযুক্ত পক্ষ বলছেন উল্টো কথা। 
স্থানীয় সূত্র থেকে তথ্য মিলেছে, সম্প্রতি এলাকায় আধিপত্য নিয়ে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার চিহ্নিত একটি চক্রের সাথে দ্বন্দ্ব বাধে কাউন্সিলর নয়নের। শান্ত নামে নয়নের এক আত্মীয়কে কয়েক সপ্তাহ আগে মারপিট করে চক্রটি। এ নিয়ে ক্ষুব্ধ হন নয়ন ও তার লোকজন। এছাড়া প্রধানমন্ত্রীর জনসভায় এলাকা থেকে লোকজন ও কর্মী নিয়ে যাওয়া নিয়েও দ্বন্দ্ব হয়। এলাকায় আধিপত্য দ্বন্দ্ব প্রকাশ্য রুপ নেয়। এরই একপর্যায়ে ২৬ নভেম্বর এলাকার রনির নেতৃত্বে শরিফুল গং টিবি ক্লিনিক এলাকায় নির্মাণ কাজ চালাচ্ছিল। সীমানা ও পৌরবিধি না মেনে ওই নির্মাণ করা হচ্ছে দাবি করে নয়ন ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ নিয়ে প্রথমে বাক-বিতন্ডা ও পরে নয়নের উপর হামলা করে চিহ্নিতরা। নয়নের সাথে থাকা মাসুদ নামে একজনকেও মারপিট করে তারা। 

এদিকে, এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। নয়নের সমর্থক ও তার লোকজন একাট্টা হয়ে দুপুর দুটোর দিকে পরিবহন চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীরা বিপাকে পড়েন। এসময় বাস চলাচল বন্ধ করে দেয়ার সংবাদ পুলিশের কাছে পৌঁছালে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম, থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি টিম, চাঁচড়া ফাঁড়ি একটি টিম ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের নেতৃত্বে আরো একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  সেলিম রেজা মিঠু, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ফুলসহ নেতৃবৃন্দ উপস্থিত হন। এর আধাঘন্টা পরে বাস চলাচল স্বাভাবিক করতে সমর্থ হন পুলিশ ও শ্রমিক নেতারা।     

এদিকে, কাউন্সিলর নয়নের উপর হামলার ঘটনায় তার বাবা কন্ঠ শিল্পী ও সুরকার ফারুক হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার রনি হোসেন, শরিফুল ইসলাম, রুবেল ওরফে কপাল কাটা, রুবেল, শুভ ওরফে পাকের আলী, সবুজ হোসেন, সিরাজুল ইসলাম, জসিম, শহিদুল  ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জনের সাথে গোলযোগ চলছিল নয়নের। অভিযুক্তরা মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। শত্রুতার জের ধরে নয়নকে মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসছিল। তারা পরিকল্পিতভাবে নয়নকে এলোপাতাড়ীভাবে কিল ঘুষি, চড় থাবা ও লাথি মারে। সাথে থাকা মাসুদ ও অমিতকে এলোপাতাড়ীভাবে কিল ঘুষি, চড় থাবা ও লাথি মারে। ডাক চিৎকারে নয়নের স্ত্রী মিতু ঘটনাস্থলে আসলে তাকেও গালিগালাজ করে। 

এদিকে অভিযুক্ত পক্ষের লোকজন জানিয়েছেন, নয়ন জনপ্রতিনিধি হয়ে এলাকায় যথেচ্ছা করছে। সে এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছে।



 

 



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
বাংলাদেশের জন্মদিন আজ
চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ
ওখানে কে আমাদের ঠেলে বাইরে বের করে দিতে চাইছে?
নুরু মহুরিসহ আটজনকে অভিযুক্ত করে চার্জশিট
সন্দীপনে এতিম শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ
মণিরামপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বাঘারপাড়া উপজেলা মসজিদের ইমাম সড়ক দুর্ঘটনায় নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
কেন ঊনসত্তরেও ছিলেন সিঙ্গেল, জানালেন সেই সাবেক অধ্যাপক
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
ব্যসায়ীকে পথে বসাতে মরিয়া সেই বাশার, থানায় অভিযোগ
রামনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft