প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:০২ পিএম |

মাদারীপুরের কালকিনিতে ২৪ মাসের বেতন না পাওয়ায় কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কালকিনিÑভুরঘাটা সড়কের কলেজ গেইট এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় তারা অভিযোগ করে বলেন, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন হাসানুল সিরাজী। পরে আর্থিক দুর্নীতি, অব্যবস্থাপনা, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের হয়রানী, নারী শিক্ষকদের সাথে অশ্লালীন আচরণসহ নানান ধরণের অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে কলেজের শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ও বোনাস অনিয়মিত হয়ে যায়। বর্তমানে ২৪ মাসের বেতন পাচ্ছেন না কলেজটির ৬৬ জন শিক্ষক ও ২০ কর্মচারী। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এই বকেয়া বেতন ও অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারী। শিগগিরই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের যাবার ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, বাঙলা বিভাগের প্রভাষক মজিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নাজমুন্নাহার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আয়শা খানমসহ অনেকেই।