প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ২:৫০ পিএম |

ব্রাজিল যখন সুইজারল্যান্ডের বিরুদ্ধ মাঠে নামে তখন আর্জেন্টিনার সমর্থকদের অভিশাপের আগুনে পুড়ছিল দলটি। নেইমার নেই, সুইজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে কখনোই জেতেনি ব্রাজিল—এমন নানা সমীকরণ সামনে এনে ব্রাজিল-ভক্তদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা।
প্রথম ম্যাচে নায়ক হয়ে ওঠা রিচার্লিসনের ভুলে ভিনিসিয়ুস জুনিয়ারের গোল যখন ভিএআর প্রযুক্তিতে কাটা পড়ে তখন মাঠে কিংবা টেলিভিশনের সামনে থাকা ব্রাজিল সমর্থকদের দিকে তাকানো যচ্ছিল না। শেষ পর্যন্ত মিডফিল্ডার কাসেমিরোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ফলে আর্জেন্টিনা সমর্থকদের দুঃখের সাগরে ভাসিয়ে আনন্দের জোয়ারে ভাসতে থাকেন হলুদ জার্সির সমর্থকরা।
এদিকে ব্রাজিলের জার্সি গায়ে খেলা দেখেছেন দেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। জয়ের পর জার্সি পরে আঙুল উঁচিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে একটি ছবি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘ভালো খেলেছে ব্রাজিল। পরের খেলায় আরও ভালো হবে।’
ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক মিম। আর তাই দলটি হারলে কষ্ট পান তিনি। ২০১৪ সালের বিশ্বকাপে যখন ব্রাজিলের জালে সাত গোল দিয়েছিল তখন কেঁদেছিলেন তিনি। তবে এবার ব্রাজিল কাপ নেবে বলে আশা করছেন এ নায়িকা।