রোববার ২৬ মার্চ ২০২৩ ১২ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ বিনোদন
পছন্দের জায়গায় এক মঞ্চে দাঁড়িয়ে অপু-বুবলী, শারীরিকভাবেও জড়িত তারা
বিনোদন ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ২:৫৫ পিএম |
ঢালিউডের জনপ্রিয় দু’টি মুখ অপু বিশ্বাস ও শবনম বুবলী। যদিও বর্তমানে তারা দুই মেরুর বাসিন্দা। সাম্প্রতিক সময়ের কার্যকলাপ তেমনটাই মনে হচ্ছে। তারপরও একটি জায়গায় তারা দুজন একমত। পছন্দের জায়গায় এক মঞ্চে দাঁড়িয়ে এই দুই নায়িকা।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও মাতামাতি চলছে মেসি-নেইমারদের নিয়ে। ইতোমধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে পুরো দেশ। শোবিজের তারকারাও নিজেদের শামিল করছেন ফুটবল উন্মাদনায়।
ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী ব্যক্তিগত জীবনের তিক্ততা ভুলে দাঁড়িয়েছেন এক মঞ্চে। যোগ দিয়েছেন ব্রাজিল শিবিরে। বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল দলের জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন তারা। আর তাদের সেই ছবির মন্তব্যের ঘরে অনেকেই বলেছেন- মানসিক এবং শারীরিকভাবে ব্রাজিলে ঘোর সমর্থক।
বিশ্বকাপ শুরুর কিছুদিন পূর্বে ব্রাজিলের পক্ষ নিয়ে অপু জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করেন তিনি। তখন অবশ্য খেলা ততটা বুঝতেন না। এখন ফুটবল পুরোপুরি বোঝেন তাই ব্রাজিলকে সমর্থন করেন।
অপু বলেন, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার।’
অপরদিকে বুবলীও তার সমর্থন জানিয়েছেন সাম্বার দেশ ব্রাজিলকে। ব্রাজিলের নান্দদিক ছন্দে ফুটবলের আসল সৌন্দর্য খুঁজে পান ‘বসগিরি’ নায়িকা।
শুক্রবার (২৫ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে ব্রাজিল। এদিন দলের পক্ষে জোড়া গোল করেন রিচার্লিসন। অ্যাক্রোব্যাটিক স্টাইলে করা তার দ্বিতীয় গোলটির ছবি ফেসবুকে শেয়ার করেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘ওহ্ ব্রাজিল! বিশ্বকাপ ফুটবল যে শুরু হয়েছে ফিলটা আজকে পাচ্ছি।’ সঙ্গে জুড়ে দেন ‘লাভ’ ইমোজি।
উল্লেখ্য, বর্তমানে অপু ব্যস্ত আছেন তার অভিনীত ও প্রথম প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। অপরদিকে বুবলী ব্যস্ত আছেন ‘মায়া : দ্য লাভ’ নিয়ে। জসিম উদ্দিন জাকির পরিচালিত এ সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
গণহত্যা দিবসে বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
বাংলাদেশের জন্মদিন আজ
চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ
ওখানে কে আমাদের ঠেলে বাইরে বের করে দিতে চাইছে?
নুরু মহুরিসহ আটজনকে অভিযুক্ত করে চার্জশিট
সন্দীপনে এতিম শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ
মণিরামপুরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
কেন ঊনসত্তরেও ছিলেন সিঙ্গেল, জানালেন সেই সাবেক অধ্যাপক
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
ব্যসায়ীকে পথে বসাতে মরিয়া সেই বাশার, থানায় অভিযোগ
রামনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft