
মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ সকাল সারে ১১ টায় পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ ও প্রতœতাত্ত্বিক নিদর্শন হস্তান্তর এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে দুই কোটি নব্বই লক্ষ আট হাজার একশত ষাট টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন, পিএসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার, পিএসসি, বিএসপি, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সেক্টরের সদর দপ্তর সেক্টর কমান্ডার, পিএসসি, বিপিএম (বার), কর্ণেল মো. আনোয়ার লতিফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের অস্ত্র বিশেষ। মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল হতে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান সফল করে তোলার জন্য আরো জোরালোভাবে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক পিএসসি, জি, লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএ এ, নওগাঁ পুলিশ সুপার, মুহাম্মদ রাশেদুল হক, নওগাঁ সিভিল সার্জন, ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সামরিক ও অসামরিক প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক,শিক্ষিকা-ছাত্র,ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক গত ৯ বছরে জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত কষ্টি পাথরের ৫টি মূর্তি এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ৬টি কষ্টি পাথরের এবং ৩ টি সিমেন্টের মূর্তি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রতœতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে কাস্টোডিয়ান, নওগাঁ পাহাড়পুর জাদুঘর এর জন্য হস্তান্তর করা হয়েছে।