প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯:২৯ পিএম |

আলোকিত মানুষ হতে চায় ফাতেমা
২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফ্লোরেন্স ফাতেমা। সে যশোর শহরে বেজপাড়া তালতলা মোড়ের মৃত সাহিদ হোসেন লিটু ও এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসমানা আক্তার রলির ছোট মেয়ে। ফাতেমা যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। ভবিষ্যতে সে আলোকিত মানুষ হতে চায়। সাফল্যময় ভবিষ্যতের জন্য ফাতেমা সকলের দোয়াপ্রার্থী।
চিকিৎসক হতে চায় সূর্য চক্রবর্তী
ঝিকরগাছায় পত্রিকা পরিবেশকের ছেলে সূর্য চক্রবর্তী চিকিৎসক হয়ে মানবসেবা করতে চায়। সে ঝিকরগাছা বাজারের এসপি পেপার হাউজের প্রোপ্রাইটর সমির চক্রবর্তী ও গৃহীনি আখি চক্রবর্তীর একমাত্র পুত্র। সূর্য বিএম হাইস্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। সূর্য ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হতে চায়। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।
মাহিন ব্যবসায়ী হতে চায়
আবু বক্কর সিদ্দিক মাহিন এবার এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে যশোরের বর্ডার গার্ড স্কুল থেকে এ কৃতিত্ব অর্জন করে। সে ভবিষ্যতে ব্যবসায়ী হতে চায়। তার পিতা আলী হাসান মিন্টু ও মাতা নুরুন নাহার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। মাহিন জেএসসিতেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল।
জিপিএ-৫ পেয়েছে আসফিয়া
চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে আসফিয়া তাসনিম। তার পিতা মোজাফফর হোসেন যশোরের মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত ও মা নার্গিস সুলতানা গৃহিণী। আসফিয়া যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। ঊজ্জ্বল ও কল্যাণময় ভবিষ্যতের জন্য আসফিয়া সবার দোয়া চেয়েছেন।
রায়হান সেবক হতে চায়
রায়হান হোসেন ছামি (রাহুল) ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও রাজিয়া সুলতানা দম্পতির একমাত্র ছেলে। রায়হান হোসেন ছামি তার এই সফলতার জন্য শিক্ষক ও বাবা-মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে দেশ ও দেশের অসহায় মানুষের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে সকলের কাছে দোয়া চেয়েছে।