প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯:৩০ পিএম |

‘বাতাস ছুটুক! তুফান উঠুক! দমবো না, থামবো না’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জয়তী সোসাইটি ও তার ৫৪টি সংগঠন এবং নারীপক্ষের উদ্যোগে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
হাজারিগেট সন্যাসী দীঘিরপাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সারথী মহিলা উন্নয়ন সংগঠনের সম্পাদক রিনা খাতুন। প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল। বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন অধিকারী, সিডিসি সভাপতি শহিদুল ইসলাম, যশোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী ও শিক্ষক জুলেখা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস, নারীপক্ষের সদস্য গীতা দাস, সদস্য ও কর্মী ফেরদৌসী আক্তার, উজ্জীমান আক্তার, নারীপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক কামরুন নাহার, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার এবিএম শহিদুল ইসলাম, এমআইএস কর্মকর্তা উদয় শংকর দত্ত, ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা, বর্ণালী সরকার, হালিমা খাতুন শিল্পী, নূরজাহান আক্তার, ফিরোজা খাতুনসহ সংশ্লিষ্ট সংগঠনের কর্মী ও সদস্যবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার শারমিন নাহার।