প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:০৭ পিএম |

আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসবাশকে কেন্দ্র করে বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইলে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মীরাও প্রস্তুত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি দেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের দেওয়া বরাদ্দ মেনে নিয়ে বিএনপি যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে পল্টনে অবস্থান নেয়, তাহলে সরকারও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর ব্যবস্থা নেবে।
বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচিত বিষয় হয়ে উঠেছে ১০ ডিসেম্বরের দিনটি। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি তাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের ইতি টানবে ১০ ডিসেম্বরের সমাবেশের মধ্য দিয়ে।
১০ ডিসেম্বরের এই সমাবেশে বিপুল জনসমাগম করতে চায় বিএনপি। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সতর্ক পাহারাসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হচ্ছে। একদিকে বিএনপি নেতাদের হুঁশিয়ারি, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর বার্তায় দিনটি ভিন্ন মাত্রা পাচ্ছে। অনেকে রাজনৈতিক সংঘাতের শঙ্কাও করছেন। ফলে ১০ ডিসেম্বর ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে জনমনে দেখা দিয়েছে কৌতূহল।
এমন অবস্থার মধ্যেই বিএনপির সমাবেশের স্থান নিয়ে তৈরি হয়েছে আরেক জটিলতা। সেদিন বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার কথা বললেও সরকার অনুমতি দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের। কিন্তু সরকারের সিদ্ধান্ত না মেনে নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় অবস্থানে বিএনপি। কেউ কাউকে এক চুল ছাড় দিতেও নারাজ। এমন অবস্থার মধ্যে আজ সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্যমন্ত্রী। সেখানে ১০ ডিসেম্বরের প্রসঙ্গটি উঠে আসে।
এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাতে চাচ্ছে, যা নয়াপল্টনে সম্ভব নয়। সেজন্য সৎ উদ্দেশ্যে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের দেওয়া বরাদ্দ মেনে নিয়ে বিএনপি যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে পল্টনে অবস্থান নেয়, তাহলে সরকারও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর ব্যবস্থা নেবে।