প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:০৯ পিএম |

পাবনা আলিয়া মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর উদ্বোধন করেন। পরে তিনি মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় এমপি প্রিন্স বলেন, মাদ্রাসা শিক্ষা আগে অনেকটাই অবহেলিত ছিলো। কিন্তু আওয়ামীলীগ সরকার এই শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। দেশের অসংখ্য মাদ্রাসা এমপিওভূক্ত করা হয়েছে। সরকারি নানা সহায়তা দেয়া হচ্ছে। আপনারা সরকারের পাশে থাকুন। বাকী যে সঙ্কটগুলো রয়েছে সেগুলোও কাটিয়ে তোলা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনছারুল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এটিএম ফখরুল ইসলাম, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালি, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।