প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:১৩ পিএম |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
শাখাওয়াত মুন বলেন, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
মুন আরও জানান, ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশকিছু নির্দেশনা দেন সরকারপ্রধান।
আইনমন্ত্রী আনিসুল হক, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খানসহ ট্রাস্টের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট একটি কল্যাণ ট্রাস্ট, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে তৈরি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালন করছেন।
১৯৯৪ সালের ১১ এপ্রিল শেখ হাসিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যক্তিগত ভবন বঙ্গবন্ধু বিলটির দলিল হস্তান্তর করেন।