প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:২৯ পিএম |

স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনাল থেকেই বিদায় নিলো সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বুধবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমার্ধে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে এগিয়ে ছিল।
৩১ মিনিটে শেখ রাসেলের আইভরিকোস্টের খেলোয়াড় চার্লস দিদিয়ের গোল করে দলকে এগিয়ে দেন। ৫৪ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড এমফন সানডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৪ মিনিটে আবাহনী ব্যবধান কমিয়েছিলেন পিটার নেরাহ'র গোলে। তবে ম্যাচে তারা আর ফিরতে পারেনি।
৭২ মিনিটে তিমুর তালিপয় গোল করে আবার ব্যবধান বাড়িয়ে নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র। ইনজুরি সময়ে আবাহনীর কোস্টারিকান ফরোয়ার্ড গোল করলে তাদের পরাজয়ের ব্যবধানই কেবল কমেছে।
বৃহস্পতিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস খেলবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ৫ ডিসেম্বর কুমিল্লায়।