প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮:৪৮ পিএম |

চাঁদা না দেওয়ায় মারপিটের অভিযোগে আলোচিত রনিসহ ১০ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মাসুদুর রহমান।
আসামিরা হলেন, সোনালী ব্যাংক কর্পোরেট এলাকার চা মজিবারের ছেলে রনি, টিবি ক্লিনিক এলাকার মৃত আনজুর ছেলে শরিফুল, একই এলাকার জয়নালের দু’ ছেলে সিরাজুল ও শহিদুল, ইমান আলীর ছেলে বাবা সবুজ, নজরুলের ছেলে জসিম, দিনু মোল্লার ছেলে সোহাগ, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা এলাকার গাজী তরিকুলের ছেলে কপাল কাটা রুবেল, বেজপাড়া কবরস্থান এলাকার পচা মিয়ার ছেলে রাহাত ও আকবরের মোড়ের চা মজিবরের আরেক ছেলে রুবেল। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তিনি পরিবহন শ্রমিক। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে জড়িত। তারা কিছুদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় বাদীকে হত্যার হুমকি দেয়। সর্বশেষ, গত ২৬ নভেম্বর সকাল আটটায় তিনি বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার সময় বেজপাড়া টিবি ক্লিনিকের সামনে পৌঁছালে আসামিরা অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এরপর ওই চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় রড ও লাঠি দিয়ে বাদীকে বেধড়ক মারপিট করে। এসময় তার পকেটে থাকা ৩০ হাজার টাকা কেড়ে নেয় আসামিরা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার করে চিকিৎসক।