প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ২:২৫ পিএম |

খুব বেশিদিন না, মাস তিনেক আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় অভিনয় করবেন টলিউড সুপারস্টার জিৎ। বিষয়টি নিয়ে সেসময় সঞ্জয় ঝেড়ে কাশেননি। এবার ঝেড়ে কাশলেন জিৎ। এই তারকা জানালেন সঞ্জয়ের পরিচালনায় ‘মানুষ’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।
৩০ নভেম্বর জিতের জন্মদিনে সঞ্জয়ের সঙ্গে তার প্রথম কাজের খবর দিতে এই শুভদিনটি বেছে নিয়েছেন তিনি। নিজের ফেসবুকে প্রকাশ করছেন এই সিনেমার পোস্টার। ক্যাপশনে লিখেছেন, যখন পশু হয়ে যায়ৃ, ‘মানুষ’ সিনেমায় অভিনয় করছেন সুপারস্টার জিৎ। গল্প ও পরিচালনায় সঞ্জয় সমদ্দার।
ছবিটি নিয়ে নির্মাতা সঞ্জয় বলেন, “মানুষের গল্পে নির্মাণ হবে ‘মানুষ’। অন্যভাবে বলা যায় এটা ফেট অ্যান্ড ফাইটের গল্প।”
সঞ্জয় ও জিতকে নিয়ে করা ওই সংবাদে বলা হয়েছিল, এই ছবিতে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে দেখা যাবে। তবে নির্মাতা জানালেন, তার কোনো সম্ভবনা নেই। কারণ এটি সম্পূর্ণ কলকাতার প্রোডাকশনের সিনেমা। তাই বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীকে এ সিনেমায় দেখা যাবে না। তবে নায়িকা হিসেবে জিতের বিপরীতে কাকে দেখা যাবে সে বিষয়ে এখনও জানাতে ইচ্ছুক নন তিনি।
‘মানুষ’ সিনেমার প্রযোজনায় থাকছেন জীৎ, গোপাল মান্দানি এবং অমিত জুমরানি। এতে জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল।