প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৫:০৪ পিএম |

জনপ্রতিনিধি মো: আ: হান্নান মোল্যা (৫৬) বুধবার (১ ডিসেম্বর) রাত পৌনে ৩টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্না
রাজেউন)। তিনি ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও মেছড়দিয়া গ্রামের সমাজ সেবক মরহুম জয়নাল মোল্যার ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তানসহ ভাই, বোন আত্বীয়স্বজন ও অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযা পৌরসভার মেছড়দিয়া গ্রামের পশ্চিমপাড়া গোরস্থান সংলগ্ন দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শেষে মেছড়দিয়া কবর স্থানে দাফন করা হয়েছে।
জানাযায় উপজেলা চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, পৌর মেয়র খোন্দকার মোর্শেদ রহমান লিমন, বিএনপি নেতা সাহাবুদ্দিন আহম্মেদ, মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মন্নু, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আলী আহম্মদসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।
উল্লেখ্য আ: হান্নান সাবেক মধুখালী ইউনিয়নের সদস্য ও পরবর্তীতে ২০১৫ সালে ও ২০২০ সালে মধুখালী পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।