প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:২৯ পিএম |

যশোর সদর উপজেলার ফতেপুর গ্রাম থেকে গরু চুরির ঘটনায় আটক ছয়জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হচ্ছে,বাগেরহাটের ফকিরহাটের পাগলা শ্যামনগর উত্তরপাড়ার সৈয়দ মোল্লার ছেলে সুমন মোল্লা জেমস, লখপুর গ্রামের গোলজার শেখের ছেলে রিপন শেখ, সদরের মুলঘর গ্রামের মারুফ শেখের ছেলে ওবায়দুল শেখ, দশআনি গ্রামের সজিব শেখের ছেলে রানা শেখ, যশোরের বেনাপোলের আমড়াখালি গ্রামের হোসেন আলীর ছেলে জালাল ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শিমুল হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাতে যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের সৌদী প্রবাসী আজিজুল ইসলামের বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে চোরেরা। পরে ভোরে বেনাপোলের কাগমারী আমড়াখালি গ্রাম থেকে ওই ছয়জনকে আটক ও চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিজুলের স্ত্রী রেকছোনা বেগম বাদী হয়ে আটক ছয়জনসহ আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রইচ উদ্দিন আটক ছয়জনের সাতদিন করে রিমান্ড চেয়ে গত ২২ নভেম্বর আদালতে আবেদন করেন। বৃহস্পতিবার আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের দু’দিন করে রিমান্ডের আদেশ দেন।