প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৯:৩৪ পিএম |

যশোরে ট্রেন দুর্ঘটনায় জনি হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জামিল হোসেনের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, জনি মোটরসাইকেল আরোহী ছিলেন। বৃহস্পতিবার দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়ায় মোটরসাইকেলযোগে রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন জনি। আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াসিম কুমার দাস জানান, তেঘরিয়া এলাকায় বেনাপোল থেকে খুলনাগামী ‘বন্ধন’ এক্সপ্রেসের সাথে জনির মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।