প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ২:৩৯ পিএম |

২০২২ সালের সেরা অ্যানড্রয়েড অ্যাপস ও গেমসের তালিকা প্রকাশ করেছে গুগল। এসব অ্যাপস ও গেমস নির্মাতাদের জন্য পুরস্কারে ব্যবস্থাও করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন সেবাদাতা প্রতিষ্ঠান।
সেরা অ্যাপের শিরোপা জিতে নিয়েছে কোয়েস্ট। অন্যদিকে সেরা গেম হিসেসবে বিবেচিত হয়েছে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ২০২২ সালের সেরা অ্যাপ হিসাবে বিবেচিত হয়েছে শপসি। অন্যদিকে এ বছরের সালের সেরা অ্যাপ হিসেবে গুগল বেছে নিয়েছে কোয়েস্ট-কে। কাস্টমাইড ডিজাইনের মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে আরও ভালো করবে এই অ্যাপ। গুগল জানিয়েছে ডাটা ড্রিভেন ইনসাইটের মাধ্যমে একই সঙ্গে ছাত্র-ছাত্রীর শেখার প্যাটার্ন সম্পর্কে জানতে পারেন শিক্ষক, শিক্ষিকারা।
পার্সোনাল গ্রোথ বিভাগে সেরা অ্যাপের শিরোপা জিতে নিয়েছে ফিলো। এছাড়াও এই বিভাগে বিশেষভাবে উল্লিখিত হয়েছে প্রিপল্যাডার, কিউম্যাথ এবং ইয়োলো ক্ল্যাশ।
মজার জন্য সেরা অ্যাপ বিভাগে শিরোপা জিতে নিয়েছে ট্যুরনিপ। সোশ্যাল মিডিয়া ও স্ট্রিমিংয়ের জন্য এই অ্যাপ ব্যবহার করা যায়। ট্যাবলেট বিভাগে সেরা অ্যাপ হিসাবে নির্বাচিত হয়েছে পকেট।
অন্যদিকে ভারতে অ্যানড্রয়েড ডিভাইসের জন্য সেরা গেমের শিরোপা জিতেছে অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল। ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী এই বিভাগে সেরা অ্যাপের নির্বাচিত হয়েছে অ্যাংরি বার্ডস জার্নি।