প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ২:৪১ পিএম |

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বক্কর (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সুইচ গেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বক্কর জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্ৰামের শহিদের ছেলে। তিনি ধান-চালের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বক্কর একটি ভটভটিতে করে বিক্রির জন্য নওগাঁয় চাল পাঠিয়েছিলেন। পথে সেটি উল্টে গেলে ভটভটিতে থাকা দুইজন আহত হন। খবর পেয়ে তাদের দেখার জন্য বক্কর হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে তিনি গাছের সঙ্গে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বক্করকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি।