প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৪:০১ পিএম |

পরিবহন ধর্মঘট থাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে তিনদিন আগ থেকে রাজশাহীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এর মধ্যে নগরীর মাদরাসা মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। তাদের জন্য সমাবেশস্থলের পাশেই চলছে গরু, খাসি, মুরগি, ডিম ও সবজিসহ বিভিন্নরকম খাবার রান্না করা হচ্ছে।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ঘুরে দেখা যায়, অসংখ্য চালের বস্তা, তেল ও রান্নার সামগ্রী মজুত করে রাখা হয়েছে মাঠের অস্থায়ী ক্যাম্পে। নেতাকর্মী নিজেরাই পেঁয়াজ, রসুন, আদা, মরিচ কাটছেন। ক্যাম্পের পাশেই বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডিম, সবজিসহ হরেক রকম খাবার। এছাড়া নেতাকর্মীদের ¯েøাগানে মুখরিত হয়ে উঠছে রান্নার স্থান।
নওগাঁ থেকে আসা বাবুর্চি আকতার বলেন, ‘আমাদের এখানে বিভিন্ন পদের খাবার তৈরি হচ্ছে। মাছ, মাংস, ডিম, সবজি সব রকমের খাবার পাওয়া যাবে। জুমার নামাজের পর ক্যাম্পে খাবার পরিবেশন করা হবে। প্রত্যেক ক্যাম্পেই নিজেদের মানুষ ছাড়াও অন্য নেতাকর্মীদেরও খাবার দেওয়া হবে।’
বগুড়া থেকে আসা সাজ্জাদ নামের এক কর্মী বলেন, ‘আমাদের থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না। আমরা বাবুর্চি নিয়ে এসে রান্না করছি। সবদিক দিয়ে ভালো লাগছে। আশা করি শনিবার আমাদের গণসমাবেশ সফল হবে।’
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের প্রত্যেক বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।