প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:২৬ পিএম |

নতুনের সৃষ্টি ঘটে পুরাতনের মৃত্যুর মাধ্যমে। সভ্যতার বিকাশে ধ্বংস হয় আরেক সভ্যতা। এতো পরিবর্তনে কেমন চলছে শুরু ও শেষের মধ্যবর্তী সময়ের জীবন। মানুষের এমন সময়ের জীবনের গল্প নিয়ে নির্মিত নাটক শেষ গহ্বরে মুগ্ধ হন যশোরের নাটকপ্রেমীরা। শুক্রবার সন্ধ্যায় ব্যঞ্জন যশোর শিল্পকলা একাডমিতে এক মঞ্চ নাটকের আয়োজন করে। একইসাথে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য তিন যুগলকে সম্মাননা প্রদান করেন ব্যঞ্জনের বন্ধুরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট গীতিকার কবি মোহাম্মদ রফিকউজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। ব্যঞ্জনের সভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। নাটক শুরুর আগে তিন যুগলকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। সংগীতে অবদানের জন্য ডাক্তার আহসান কবির ও মমতাজ আহসান এবং আকরাম হোসেন বাবলা ও রুবিনা আকরামকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, অভিনয়ে অবদান রাখায় এসএম আব্দুর রব ও শাহানা রব শান্তিকে সম্মাননা দেওয়া হয়। শাহীন রহমানের রচনা ও আসিফ খানের নির্দেশনায় মঞ্চায়িত এ নাটক দেখতে সন্ধ্যার পূর্বেই শিল্পকলায় আসেন নাটকপ্রেমীরা। এ সময় শিল্পীদের অভিনয় শৈলীতে মুগ্ধ দর্শক হারিয়ে যান ‘শেষ গহ্বরে’। নাটকে অভিনয় করেন আসিফ খান, জাহিদুল ইসলাম জাদু, শারমিন সুলতানা সাথী, আফরা ইয়াসমিন সানজিদা, শাহীন ইসলাম বিশাল প্রমুখ।