প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৯:৩২ পিএম |

যশোরে অস্ত্র ও বোমাসহ আটক শংকরপুরের হাসানের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এই আদেশ দেন। হাসান শংকরপুর মাঠপাড়ার সুমনের বাড়ির ভাড়াটিয়া কাশেম আলীর ছেলে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে একটি ওয়ান শুটারগান ও চারটি অবিস্ফোরিত বোমাসহ শহরের বকচর হুঁশতলা থেকে হাসানকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা করে। এ দু’ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই জয়বালা আটক হাসানের রিমান্ড আবেদন করেন। সোমবার রিমান্ড আবেদন শেষে দু’ মামলায় একদিন ও একদিন করে মোট দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হাসান বেজপাড়া বনানী রোডের আলোচিত আসাদুজ্জামান আসাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এর বাইরেও হাসানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।