প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৯:৩৬ পিএম আপডেট: ০৫.১২.২০২২ ৯:৪১ পিএম |

পুলিশের পক্ষ থেকে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার তিনশ’ ৭৯ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে গত ৩ ডিসেম্বর শনিবার বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
পুলিশের পক্ষ থেকে জানা গেছে, বাহিনীর যেসব সদস্যের সন্তান এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুলিশ হেডকোয়াটার কল্যাণ শাখার পক্ষ থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এক্ষেত্রে এসএসসি ও সমমান উত্তীর্ণদের ১৫ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ১৮ হাজার টাকা বৃত্তির পাশাপাশি সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২০১৮ সালে এই বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম বছর ৫৬২ জন, ২০১৯ সালে ৪০৫ জন, ২০২০ সালে ৪৪৩ জন এবং ২০২১ সালে এক হাজার তিনশ’ ৭৯ জন শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেছে।
শনিবার ২০২১ সালের বৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধনী পর্বে দুইশ’ ৫২ জনকে নিজহাতে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ পাওয়া মোট সাতশ’ ৭৭ জনকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ছয়শ’ দুইজনকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। অন্য মেধাবীদের সংশ্লিষ্ট ইউনিট প্রধানরা এ সম্মাননা তুলে দিবেন।
আইজিপির হাত থেকে যারা বৃত্তি ও অনুদান গ্রহণ করেছে তাদের মধ্যে রয়েছে ঢাকার শহীদ পুশিল স্মৃতি কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার আনিকা। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় এই বৃত্তি লাভ করেছে। শারমিন এইচএসসি ৮৮ ফেইসবুক গ্রুপের অ্যাডমিন এবং পিএসসি’র আরও-১ আকতার হোসেন ও গৃহিনী ঝরণা আক্তারের মেয়ে।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মো. কামরুল আহসান। স্বাগত বক্তৃতা করেন এআইজি (স্পোর্টস অ্যান্ড কালচার) সোহেল রানা।