প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৮:৩২ পিএম আপডেট: ০৭.১২.২০২২ ৬:১৮ পিএম |

যশোরে মানব পাচারের সার্ভাইভারদের সেবায় নিয়োজিত ২০ জন মেন্টরকে সম্মাননা জানিয়েছে উইনরক ইন্টারন্যাশনাল। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ব্র্যাক ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত।
অনুষ্ঠানে জানানো হয়, সুইস অ্যাম্বাসির সহযোগিতায় ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের অধীনে এই সম্মাননা জানানো হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের প্রতিষ্ঠানগুলোতে পাচারের সার্ভাইভাররা বিভিন্ন কাজের জন্য প্রশিক্ষণ গ্রহণ করছেন।
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন যশোর টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন স্বপন. জেলা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, নাসিব যশোরের সভাপতি সাকের আলী এবং যশোর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তনুজা রহমান মায়া। অনুষ্ঠানটি উপস্থাপন করেন উইনরোক ইন্টারন্যাশনালের ট্রেনিং অ্যান্ড ইমপ্লয়মেন্ট অফিসার ওমর ফারুক।
অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে প্রায় তিনশ’জন মেন্টর রয়েছেন। যারা পাচারের সার্ভাইভারদের আয়বর্ধক নানা কাজে প্রশিক্ষণ দিচ্ছেন। যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম একশ ৪৬জন সার্ভাইভারের মধ্যে প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছেন ৬৫ জন। তাদের ৬১ জন বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছেন।