প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৮:৪৪ পিএম |

বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী কার্যক্রমে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে যশোর পলিটেকনিক। কেবল সাফল্য না, রীতিমতো প্রথম হচ্ছে বারবার। সর্বশেষ, সদ্য শেষ হওয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে যশোর পলিটেকনিক।
টাউনহল মাঠে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ‘স্মার্ট কার’ প্রকল্পে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স ৮ম পর্বের ছাত্র নাজমুল হোসেন। এর আগেও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে যশোর পলিটেকনিকের এই শিক্ষার্থী।
গত শনি ও রোববার টাউনহল মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সংগঠন অংশগ্রহণ করে। এদের মধ্যে যশোর পলিটেকনিকের শিক্ষার্থীর উদ্ভাবিত ‘স্মার্ট কার’ প্রকল্প নজর কাড়ে দর্শক ও অতিথিদের।
সাফল্যের এ ধারাবাহিকতায় এগিয়ে যাবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এমনটাই আশা করেন মেলায় উপস্থিত অতিথিবৃন্দ। এ বিষয়ে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমান বলেন, যশোর পলিটেকনিকের শিক্ষার্থীরা যে উদ্ভাবনী কাজ করে তা আন্তরিকতার সাথে করে। এ কারণে তাদের উদ্ভাবন মানুষের নজর কাড়ছে। পাশাপাশি তার মূল্যায়নও হচ্ছে। এই ধারা অব্যাহত রাখার আন্তরিক চেষ্টা থাকবে। তিনি বলেন, যশোর পলিটেকনিকের শিক্ষকরাও এসব বিষয়ে নিষ্ঠার সাথে কাজ করছেন। শিক্ষকদের সহযোগিতায় এগিয়ে যাবে শিক্ষার্থীরা এমনটাই প্রত্যাশা করেন অধ্যক্ষ।