রোববার ২৬ মার্চ ২০২৩ ১২ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
যশোর বোর্ডের এসএসসি পরীক্ষা
পরীক্ষার্থীর কল্যাণে নতুন গ্রেড শিট
এম. আইউব :
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১১:৩৭ পিএম আপডেট: ০৬.১২.২০২২ ১১:৩৮ পিএম |
যশোর শিক্ষাবোর্ডের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাস করা ১ লাখ ৬১ হাজার পরীক্ষার্থী নতুন করে গ্রেড শিট পেতে যাচ্ছে। আজ অথবা আগামীকালের মধ্যে অনলাইন থেকে নতুন এই গ্রেড শিট নিতে পারবে পরীক্ষার্থীরা। নতুন গ্রেড শিটে সব বিষয়ের নম্বর উল্লেখ থাকবে। যা, ২৮ নভেম্বর ফলাফল প্রকাশের যে গ্রেড শিট দেওয়া হয়েছে তাতে উল্লেখ নেই।
যদিও বোর্ড কর্মকর্তারা বলছেন, যে দু’বিষয়ের নম্বর উল্লেখ নেই তা কোনো মূল্যায়নে প্রভাব ফেলবে না। তারপরও অভিভাবকের চাহিদার প্রেক্ষিতে নতুন করে দেওয়া হচ্ছে।
এ বছর এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার যশোর বোর্ডে। এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। এ বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে ১ লাখ ৭২ হাজার ৮৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।  পাস করেছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন।
বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৩০১ ছেলে ও মেয়ে ১৭ হাজার ৪৬৭ জন, মানবিক বিভাগে ছেলে ৪৮ হাজার ৮৫ ও মেয়ে ৫৩ হাজার ৬২৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ হাজার ৪৭২ ছেলে ও ৯ হাজার ৩৬২ জন মেয়ে পাস করেছে।
এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। এরমধ্যে ছেলে ১৩ হাজার ৬১৭ ও মেয়ে ১৭ হাজার ২৭৫ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১১ হাজার ৭৭৭ জন ছেলে ও ১১ হাজার ৯২৪ জন, মানবিক বিভাগ থেকে ৮৬২ জন ছেলে ও ৩ হাজার ৭০৩ জন মেয়ে এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯৭৮ জন ছেলে ও ১ হাজার ৬৪৮ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া, জিপিএ-৪ থেকে ৫ এর নীচে পেয়েছে ৫৪ হাজার ৭৫০, জিপিএ-৩.৫ থেকে ৪ এর নীচে পেয়েছে ৩২ হাজার ৫৯০, জিপিএ-৩ থেকে ৩.৫ এর নীচে পেয়েছে ২৫ হাজার ১৩০, জিপিএ-২ থেকে ৩ এর নীচে পেয়েছে ১৭ হাজার ১৫৭ এবং জিপিএ-১ থেকে ২ এর নীচে পেয়েছে ৭৯৫ জন পরীক্ষার্থী।
ফলাফল ঘোষণার পর শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা যে গ্রেড শিট পেয়েছে তাতে ১২ টি বিষয়ের মধ্যে ১০ টি বিষয়ের নম্বর উল্লেখ রয়েছে। অন্য দু’টি বিষয়ে উল্লেখ রয়েছে শুধুমাত্র গ্রেড। যে ১০ টি বিষয়ের নম্বর উল্লেখ রয়েছে সেগুলো হচ্ছে, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উচ্চতর গণিত। যে দু’টি বিষয়ের নম্বর উল্লেখ নেই তা হচ্ছে, শারীরিক শিক্ষা স্বাস্থ্য ও ক্রীড়া এবং ক্যারিয়ার এডুকেশন। আর এটি নিয়েই বাধে বিপত্তি।
অন্যান্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে সব বিষয়ের নম্বর থাকলেও যশোর বোর্ডে না পাওয়ায় নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে পাস করা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে। তারা আশঙ্কা করছেন, দু’ বিষয়ের নম্বর উল্লেখ না থাকায় কলেজের ভর্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। যদিও শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, ওই দু’টি বিষয়ের নম্বর কোনো কিছুতে প্রভাব ফেলবে না। তারপরও অভিভাবকদের চাহিদার কারণে গ্রেড শিটে সব বিষয়ের নম্বর দেওয়া হবে। পরীক্ষার্থীরা আজ অথবা আগামীকালের মধ্যে আপডেট গ্রেড শিট অনলাইন থেকে প্রিন্ট করে নিতে পারবে।
এ বিষয়ে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, যে দু’ বিষয়ের নম্বর উল্লেখ করা হয়নি তা পরীক্ষার্থীদের কোনো কাজে প্রভাব ফেলবে না। তারপর যেহেতু অন্যান্য বোর্ড দিয়েছে এ কারণে যশোর বোর্ডের গ্রেড শিটে উল্লেখ করা হবে। আজ অথবা আগামীকালের মধ্যে নতুন গ্রেড শিট নিতে পারবে বোর্ডের ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন।  

 
 


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মুক্তিযোদ্ধাদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন শেখ হাসিনা
রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি, নিহতের সংখ্যা বেড়ে ২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ
আজ রাত এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
আন্দোলনের নতুন কর্মসূচি দিল বিএনপি জোট
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft