মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ এক্সক্লুসিভ
প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন বেনাপোল ও চৌগাছা সড়ক
ব্যাপক উন্নয়নের মহাসড়কে যশোর
জাহিদ আহমেদ লিটন :
প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ১:২৭ এএম |
ব্যাপক উন্নয়নের মহাসড়কে যশোর। এ অঞ্চলের সব সড়কই এখন ঝকঝকে তকতকে। বর্তমানে যশোরে নেই চব্বিশ ফুটের ছোট কোন মহাসড়ক। সবই ডবল ও ফোর লেনে উন্নীত হয়েছে। সর্বশেষ যশোর-বেনাপোল ও চৌগাছা সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে তিনশ’ ৬৫ কোটি ২৫ লাখ টাকা। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি সড়কসহ দেশের দু’হাজার কিলোমিটার নতুন সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যশোর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, যশোর সড়ক বিভাগের আওতায় কোন রাস্তাই এখন আর ভাঙাচুরা নেই। গত পাঁচ বছরে এসব সড়কের ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারি উদ্যোগে বিপুল পরিমাণ টাকা ব্যয়ে জেলার সকল সড়কের উন্নয়ন করা হয়েছে। একইসাথে কয়েকটি সড়কের কাজ চলমান রয়েছে। এসব সড়কগুলোর মধ্যে রয়েছে, যশোর-বেনাপোল, যশোর-খুলনা, যশোর-চৌগাছা, যশোর-নড়াইল, যশোর-চুকনগর, যশোর-মাগুরা ও যশোর-ঝিনাইদহ সড়ক। জেলার প্রধান এ সড়কগুলোর মধ্যে ঝিনাইদহের রাস্তার কাজ চলমান রয়েছে। নতুন করে এ সড়কটি ছয় লেনে উন্নীত করা হচ্ছে। যার প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি টাকা। অবশ্য এর আগে যশোর-বেনাপোল ও যশোর-চৌগাছা সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। এ দুটি সড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে তিনশ’ ৬৫ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া, যশোর-খুলনা মহাসড়ক প্রায় তিনশ’ কোটি টাকা ব্যয়ে নতুন ভিতের মাধ্যমে নির্মিত হয়েছে। নির্মাণ কাজে ও ভারি যানবাহন চলাচলের কারণে সড়কে খানিকটা সমস্যা হওয়ায় এটির কাজ এখনও চলমান রয়েছে।
যশোর সড়ক বিভাগের তথ্যে জানা যায়, যশোর-বেনাপোল মহাসড়কের ৩৮ দশমিক ২০ কিলোমিটার নতুন ভিতের মাধ্যমে নির্মিত হয়েছে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিনশ’ সাত কোটি ৮০ লাখ টাকা। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে এ কাজ শুরু হয়ে ২০২১ সালের ৩০ জুন শেষ হয়। সড়কটি ২৪ ফুট থেকে দশ ফুট বাড়িয়ে প্রায় ৩৬ ফুটে ডাবল লেনে উন্নীত করা হয়েছে। সড়কে দুটি কালভার্ট নির্মাণ ও আরসিসি ড্রেন নির্মিত হয়েছে তিন হাজার একশ’ ৫০ ফুট। এ সড়কটি নির্মিত হবার পর যাত্রীরা খুব সহজে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে যাতায়াত করতে পারছে।
এদিকে, যশোর-চৌগাছা সড়কটির চুড়ামনকাটি থেকে ১৬ দশমিক ৮৩ কিলোমিটার পুন:নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৭ কোটি ৪৫ লাখ টাকা। এ সড়কটিও দশ ফুট বাড়িয়ে ডাবল লেনে উন্নীত করা হয়েছে। সড়কে নতুন দুটি কালভার্ট ও তিন হাজার ফুট ড্রেন নির্মাণ করা হয়েছে। গত ২০১৮ সালের ১ জুলাই থেকে সড়কের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয়েছে ২০২১ সালের ৩০ জুন। এর মাধমেই চৌগাছা সড়কে চলাচলকারী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের লাঘব হয়েছে।
যশোর সড়ক বিভাগ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে নতুন ভিতের মাধ্যমে উন্নয়ন করা দুই হাজার কিলোমিটার সড়কের উদ্বোধন করবেন। এ উদ্বোধনের তালিকায় যশোর-বেনাপোল ও যশোর-চৌগাছা সড়ক রয়েছে। কালেক্টরেট সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যশোরের দুটি সড়ক উন্নয়নের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, যশোর সড়ক বিভাগের আওতায় কোন রাস্তা এখন আর ভাঙাচুরা নেই। পর্যায়ক্রমে সব সড়কেরই উন্নয়ন করা হয়েছে। এ কাজে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কয়েকশ’ কোটি টাকা ব্যয় হয়েছে। যার সুফল যশোরাঞ্চলের জনগন ভোগ করছে। যশোর সড়ক বিভাগের কর্মকর্তারা সড়ক উন্নয়নমূলক কাজ সুষ্ঠু ও সঠিক নিয়মে সম্পন্নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।   
 


 


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft