প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৯:০৭ পিএম |

কয়দিন আগে এট্টা ভিডিও সব জাগায় চাউর হইয়েচে। সেই ভিডিওতে দেকা গেচে অমিত নামের এক কাপুড় ব্যবসায়ী গেচেন কাস্টম অপিসি। সেকেনকের রাজস্ব কম্মকত্তা রফিকুল চাচা সেই ব্যবসায়ীরে দুচ্ছেই কইরে খেদায় দিয়ার কায়দা কত্তি কত্তি কচ্চেন, এইডে কি আইনেছেন? কতি কতি ৫০০ টাকার কয়ডা নোট গুইনে গাইতে পকেটে থোন।
তারপর আবার কতি শুরু কল্লেন, আপনারা কি যে করেন, এই জিলার লোক হ্যাতো বড়লোক, দেশের ধনী জিলার মদ্দি পিরায় থাড়। আর আপনারা কাস্টম অপিসি আইসে এই সব অসেইলে করেন সহ্যি কত্তি পারিনে। মালকড়ি যা আইনেছেন ইডা নিয়ে আমি কি করবো। মাত্তর তিন হাজার টাকায় কি হয়! এই মামুলী টাকা দেচ্চেন এই টাকা নিয়ে আমিই কি করবো আর সাহেবরেই কি দেব। উনারে আমি কি কইরে বুজোবো। আপনি তো গছায় দিয়েই খালাস। এত কম টাকা সুমকি নিলি স্যার তো ঝাড়বেনে আমারেই। এই কম টাকা আমি রাকতি পারবো না, দরকার হয় ফেরট নিয়ে যান। না হলি চুয়াচুয়ি কইয়ে যান বাকি টাকাডা ককন দেবেন। না হলি এই টাকা নিয়ে আপনিই সাহেবরেই দেন। আপনিতো উনার খাস লোক। আপনারে উনিই বাচাতি পারবে। যদি মারেন তালিও উনি মারবেন, বুঝেছেন। শেষ কতায় রফিকুল সাহেব ওই ব্যবসায়ীরে কইলেন পেত্তেক মাসে অপিস খচ্চা বাবদ এক হাজার টাকা দিয়ে যাবেন। ইডা যেন বার বার কওয়া না লাগে। পেত্তেক মাসের ১০ তারিকির মদ্দি টাকা আমার কাছে দিয়ে যাবেন। ভিডিওডার ৮ মিনিট ৩৫ সেকেন্ড পরে রাজস্ব কম্মাকত্তা ইমরান সাহেবরে দেকা যায়। তিনি ওই ব্যবসায়ীর উদ্দেশে কইলেন, আপনার দুকানের আশপাশে যারা দেচ্ছে, ওয়েল অ্যান গুড। আর যারা দেচ্ছে না, তাইগের চামড়া ছুলার ব্যবস্থা নেব। আপনার নম্বর দিয়ে যান। পরে ওই ব্যবসায়ী টাকা ইমরান সাহেবের টেবিলি রাকলি তিনি তা খুইটে কুড়োয় নেন।
মাদারীপুরি দর-কষাকষি করে দুই রাজস্ব কম্মকত্তার ঘুষ নিয়ার ভিডিও সব জাগায় ছড়ায় পইড়েছে। এই ঘটনার হাতে নগদ পোমানের পর তাইগের শুদু মাদারীপুরিত্তে খুলনা সদর দপ্তরে বদলি করা হইয়েচে। পিরায় জাগায় শুনি কোন অকাম কইরে খাইন বাদালি তারে বদলি কইরে দেয়। বদলিই কি অপরাদের সুমাধান?
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩