মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ আক্কেল চাচার চিঠি
বদলি কল্লিই কি সাত খুন মাপ!
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৯:০৭ পিএম |
কয়দিন আগে এট্টা ভিডিও সব জাগায় চাউর হইয়েচে। সেই ভিডিওতে দেকা গেচে অমিত নামের এক কাপুড় ব্যবসায়ী গেচেন কাস্টম অপিসি। সেকেনকের রাজস্ব কম্মকত্তা রফিকুল চাচা সেই ব্যবসায়ীরে দুচ্ছেই কইরে খেদায় দিয়ার কায়দা কত্তি কত্তি কচ্চেন, এইডে কি আইনেছেন? কতি কতি ৫০০ টাকার কয়ডা নোট গুইনে গাইতে পকেটে থোন।
তারপর আবার কতি শুরু কল্লেন, আপনারা কি যে করেন, এই জিলার লোক হ্যাতো বড়লোক, দেশের ধনী জিলার মদ্দি পিরায় থাড়। আর আপনারা কাস্টম অপিসি আইসে এই সব অসেইলে করেন সহ্যি কত্তি পারিনে। মালকড়ি যা আইনেছেন ইডা নিয়ে আমি কি করবো। মাত্তর তিন হাজার টাকায় কি হয়! এই মামুলী টাকা দেচ্চেন এই টাকা নিয়ে আমিই কি করবো আর সাহেবরেই কি দেব। উনারে আমি কি কইরে বুজোবো। আপনি তো গছায় দিয়েই খালাস। এত কম টাকা সুমকি নিলি স্যার তো ঝাড়বেনে আমারেই। এই কম টাকা আমি রাকতি পারবো না, দরকার হয় ফেরট নিয়ে যান। না হলি চুয়াচুয়ি কইয়ে যান বাকি টাকাডা ককন দেবেন। না হলি এই টাকা নিয়ে আপনিই সাহেবরেই দেন। আপনিতো উনার খাস লোক। আপনারে উনিই বাচাতি পারবে। যদি মারেন তালিও উনি মারবেন, বুঝেছেন। শেষ কতায় রফিকুল সাহেব ওই ব্যবসায়ীরে কইলেন পেত্তেক মাসে অপিস খচ্চা বাবদ এক হাজার টাকা দিয়ে যাবেন। ইডা যেন বার বার কওয়া না লাগে। পেত্তেক মাসের ১০ তারিকির মদ্দি টাকা আমার কাছে দিয়ে যাবেন। ভিডিওডার ৮ মিনিট ৩৫ সেকেন্ড পরে রাজস্ব কম্মাকত্তা ইমরান সাহেবরে দেকা যায়। তিনি ওই ব্যবসায়ীর উদ্দেশে কইলেন, আপনার দুকানের আশপাশে যারা দেচ্ছে, ওয়েল অ্যান গুড। আর যারা দেচ্ছে না, তাইগের চামড়া ছুলার ব্যবস্থা নেব। আপনার নম্বর দিয়ে যান। পরে ওই ব্যবসায়ী টাকা ইমরান সাহেবের টেবিলি রাকলি তিনি তা খুইটে কুড়োয় নেন।
মাদারীপুরি দর-কষাকষি করে দুই রাজস্ব কম্মকত্তার ঘুষ নিয়ার ভিডিও সব জাগায় ছড়ায় পইড়েছে। এই ঘটনার হাতে নগদ পোমানের পর তাইগের শুদু মাদারীপুরিত্তে খুলনা সদর দপ্তরে বদলি করা হইয়েচে। পিরায় জাগায় শুনি কোন অকাম কইরে খাইন বাদালি তারে বদলি কইরে দেয়। বদলিই কি অপরাদের সুমাধান?
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft