প্রকাশ: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ৯:২১ পিএম |

হালি কইরে দেকতিচি এট্টা রেওয়াজ চালু হইয়ে যাচ্চে। কোনটোয় কোন দলের কমিটি হলি মাতা হচ্চে কিন্তুক বডি হচ্চে না। দুডো বা তিন চাড্ডে পদে নাম ঘোষনা কইরে ফেলায় থোচ্চে। দেকা যাচ্চে কমিটির মিয়াদ দুই কি তিন বচর অথচ তা দিয়ে যুগ পার হইয়ে যাচ্চে কিন্তুক নতুন কমিটি গড়াতো দূরির কতা কমিটিই পুরো গড়া হচ্চে না। এই সুযোগে দেকতিচি গিরাম গঞ্জোয় যারা গিরাম বা ওয়াডে হালাল কায়দায় কমিটি গড়া হলি জাগা পাইতো কিনা সন্দো তারাও প্যানা ঝুলোয় দেচ্চে জিলা কমিটির নিতা বিলে।
ভাবডা ইরাম এই চুড়ান্ত কমিটির চুতা বাইরোয় গ্যালোপ বিলে, যে কমিটি আইসতেচে তাতে তার রোল এক। ইয়ারপোটটা কাচে হইয়ে বহুত লোকের ছবি তুলতিও যুইত হয়। কোন বড় নিতা হয়ত ঢাকাত্তে আসতেচেন কিম্বা যাচ্চেন। পেলেন উটতি লাবদি এট্টু দেরি। উনারা ভিআইপিতি এট্টু জিড়োতি বইয়েচেন। তকন হয়ত উনারে কেউ চা কপি খাওয়ার দাওয়োত দেচেন। সেই সুযোগে কেউ একজন গুড়ি মাইরে নিতার কানের গুড়ায় যাইয়ে কলে, স্যার চা তে কি চিনি হবে? উনি হয়ত কিডা কলে দেকার জন্যি মুক ফিরোয়ে হ্যা না উত্তর দেলেন। ব্যস এট্টু পরেই ফেসবুক গরম হইয়ে যাবে ‘নিতার সাতে রাজনীতিক বিষয়ে একান্ত আলাপচারিতায়’। ভাবডা ইরাম উনি এই আলাপ না কল্লি নিতার আসাডায় বৃথা হইয়ে যাইতো। বেশ কয়দিন আগে আমাগের এলেকায় দলের এট্টা ওয়াড মিটিং হচ্চে। তকন আমাগের জিলায় সরকারি মুলদলের কমিটি পুরো হয়নি। পিরায় দলপন্তিরা দেকি নিজিরে জিলা কমিটির নিতা বিলে এলেকায় চাউর কইরে বেড়ায়। মাইকি ঘোষনা দেচ্চে ইবার বক্তিমা কত্তি আসপেন কইয়ে গাছিক খানিক নামের আগে কইয়ে কলে জিলা কমিটির পোভাবশালী নিতা অমুক।
মিটিং কাইজে গেলি মাইকি যে বইদারি কচ্চিল তারে তফাতে ডাইকে শুনলাম জিলা কমিটির পোভাবশালী নিতা মানে কি? পাটি পাওয়োরে দল ক্ষেমতায় থাকলি জিলা কমিটিতি কোন মরাঞ্চে নিতা থাকে? যে উজ্জুক কইরে কইয়ে দিতি হয় অমুক পোভাবশালী নিতা? আমার কতা শুইনে উত্তর বাত্তার না দিয়ে খাররা হইয়ে হাটা দেলে। গরম ভাতে বিলেয় বেজার হলি কি করবো কওদিনি বাপু, আলাম কনে মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩