বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
                
                
☗ হোম ➤ তথ্য ও প্রযুক্তি
নতুন অনলাইন নিরাপত্তা বিলের সমালোচনা করেছে উইকিপিডিয়া
কাগজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৩:২৩ পিএম |
যুক্তরাজ্যে প্রস্তাবিত অনলাইন নিরাপত্তা বিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন উইকিপিডিয়ার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি বলেন, প্রস্তুাবিত বিলটি পাস হলে উইকিপিডিয়া তাদের কার্যক্রম পরিচালনা করতে সমস্যার মুখোমুখি হবে।
নিরাপত্তা বিলের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে মানুষকে রক্ষা।
তবে উইকিপিডিয়া ফাউন্ডেশনের রেবেকা ম্যাককিনন বলেন, বিলটিতে প্রস্তাবিত পরিবর্তন মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করবে। তিনি স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত সাইটগুলোতে এই বিলের প্রভাব নিয়েও উদ্বিগ্ন।
তিনি বিবিসিকে বলেন, প্রযুক্তি কর্মকর্তাদের জন্য কঠোর ফৌজদারি শাস্তির হুমকি কেবল বড় করপোরেশনগুলোই নয়, উইকিপিডিয়ার মতো জনস্বার্থের ওয়েবসাইটগুলোকেও প্রভাবিত করবে।
উইকিপিডিয়া হলো এনসাইক্লোপিডিয়া দ্বারা পরিচালিত একটি অলাভজনক সংস্থা। উইকিপিডিয়াতে যে কেউই লিখতে এবং লেখা সম্পাদনা করতে পারেন।
এদিকে দেশটির সরকারের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, স্বল্প ঝুঁকিপূর্ণ টেক কোম্পানিগুলোর ওপর অপ্রয়োজনীয় বোঝা না চাপিয়ে ঝুঁকি মোকাবেলায় ভারসাম্য রক্ষা করতেই বিলটি তৈরি করা হয়েছে।
প্রায় ৫০ জন এমপি অনলাইন নিরাপত্তা বিল সংশোধন করতে চেয়েছেন। যাতে শিশুদের ক্ষতিকারক কনটেন্ট দেখা বন্ধ হয়। বন্ধ করতে ব্যর্থ হলে ম্যানেজারদের দুই বছরের কারাদ- প্রবর্তন করারও প্রস্তাব জানিছেন।
সরকারের মতে, উইকিপিডিয়ার মতো একটি সাইট অবৈধ কন্টেন্ট এবং শিশুদের রক্ষা করতে কমিউনিটি মডারেশনের ব্যবস্থা করা প্রয়োজন।
তবে ম্যাককিনন বলেন, যুক্তরাজ্যের যেকোনো পরিবর্তন ইংরেজি উইকিপিডিয়ার সকল পাঠককে প্রভাবিত করবে। অনলাইনে শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হলে এবং নিয়ম ভঙ্গ করলে জেল হতে পারে। বিলটিতে এমন সংশোধনই এসেছে যা লেবার পার্টির সমর্থনের সঙ্গে ক্রস পার্টির সমর্থন পেয়েছে।
বিশিষ্ট কয়েকটি শিশু দাতব্য সংস্থা এবং প্রচারকারীরাও তাদের সমর্থন দিয়েছে। তবে শিল্প সংস্থা টেকইউকে বলছে, এই সংশোধনীটি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত ঝুঁকি এবং এর ফলে সংস্থাগুলি বিনিয়োগে আগ্রহ দেখাবে না।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
শার্শার পাঁচভুলাট সীমান্তে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার
ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব, চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র
রয়েল এনফিল্ড বাইক এত জনপ্রিয় কেন?
দেশের ইতিহাসে সরকার সবচেয়ে বড় নির্বাচনী বাজেট ঘোষণা করবে আজ
কুমার বিশ্বজিৎ-এর জন্মদিন আজ
সৌদি পৌঁছেছেন ৪০ হাজারের বেশি হজযাত্রী
৮৩ বছর বয়সী অস্কারজয়ী পাচিনো বাবা হচ্ছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লালদীঘির পাড়ে চাঁদার বিনিময়ে ভ্রাম্যমাণ দোকান
বারোবাজার জুয়াড়ী চাচার দায়ের কোপে স্বামী-স্ত্রী জখম
তিন টাকার ব্লেডে পাইলস অপারেশন!
বিদেশ নির্ভরশীলতা কমানোর উদ্যোগ
আলোচিত সন্ত্রাসী জুম্মানসহ ৩ জন আটক
শৈলকুপায় এসিড পান ও ফাঁস দিয়ে সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
চৌগাছায় সাবেক রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুবার্ষিকী পৃথকভাবে পালিত
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft