প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:১৯ পিএম আপডেট: ২৪.০১.২০২৩ ৮:২০ পিএম |

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে এ সভা অনুষ্ঠিত হয়। পত্রিকা বিক্রি না করেও বর্তমানে যারা সদস্য রয়েছেন তাদের পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এ সভা থেকে। এছাড়া, বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব না মেলায় সভায় ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা।
সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সভার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা। দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথির বক্তৃতা করেন লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু। সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলহজ হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম আসলাম উদ্দীন, প্রচার সম্পাদক আজিবার রহমান, কোষাধ্যক্ষ আলামিন হোসেন, সদস্য ফারুক হোসেন, রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।