প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ২:৪৯ পিএম |

ছোট পর্দায় তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছোট পর্দা-ওটিটি কাঁপিয়ে এবার পা রাখতে যাচ্ছেন বড় পর্দায়। এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সুড়ঙ্গ শিরোনামের একটি সিনেমা। তবে এখানেই থেমে থাকেন তিনি ‘কাল পুরুষ’ শিরোনামের আরো একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন। এটি প্রযোজনা করছেন টপি খান।
বিষয়টি প্রসঙ্গে আফরান নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাল পুরুষ’ এর গল্পটা সুন্দর। আর গল্প পছন্দ হলেই আমি রাজি হয়ে যাই। কারণ আমি দর্শকদের কথা মাথায় রেখেই গল্প পড়ি। দিন শেষে দর্শকরাই কাজের মান নির্ধারণকারী।
নায়িকা কে থাকছেন এবং শুটিং কবে থেকে শুরু হবে জানতে চাইলে তিনি জানান, আমার কাজ অভিনয় করা। তাই নায়িকা কে থাকবে সেটা নির্ধারণ করবে সঞ্জয় দাদা। এটা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। আর ‘সুড়ঙ্গ’ ও ‘কাইজার’ সিরিজের দ্বিতীয় পার্টের শুটিং আমিই করছি। সেগুলো শেষ হলেই কালপুরুষ এর শুটিং হবে। আশা করি এটি দারুণ একটি প্রজেক্ট হবে।
‘মানুষ’ সিনেমার কাজে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বর্তমান কলকাতায় অবস্থান করছেন। হোয়াটসঅ্যাপে কলে তিনি বলেন, ‘কাল পুরুষ’ এর গল্প চূড়ান্ত হয়েছে। স্ক্রিপ্টের কাজ চলছে। আগামী ৯ বা ১০ তারিখ বাংলাদেশে এসে বিস্তারিত জানাব। তবে নিশো ভাইকে নিয়েই কাজটি হচ্ছে এটি নিশ্চিত। আর নায়িকা কে থাকছে তা এখনো চূড়ান্ত হয়নি।