মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ সারাদেশ
গতবছরের মতো এবারো অগ্নিসংযোগের পুনরাবৃত্তি : জনমনে আতঙ্ক চরমে
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৩:১২ পিএম |
২০২২ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে একটানা ৪ রাতে ৭টি ছোট-বড় খড়ের গাদায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবককে আটকও করেছিল থানা পুলিশ। বছর না ঘুরতেই যেনো সে ঘটনার পুনরাবৃত্তি। ফের হঠাৎ শোরগোল, ‘আগুন, আগুন, বাঁচাও বাঁচাও’।
ঘটনাটি গত রবিবার দিবাগত-রাত ১টায় উপজেলার পৌরএলাকার ৬ নং ওয়ার্ডের বুন্দিপাড়া গ্রামে মজনু মিয়া নামের এক ব্যক্তির খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত ২০২২ সালে ওই গ্রামে একটানা ৪ রাতে ৭টি ছোট-বড় খড়ের গাদায় আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় এক যুবককে আটক করেছিল থানা পুলিশ। গতবছরের আতঙ্ক কাটতে না কাটতেই ফের আগুন আতঙ্ক। এ ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েছেন শিশু ও নারীসহ এলাকাবাসী।
বুন্দিপাড়া গ্রামের বাসিন্দা মিমি আফরিন বলেন, গত রবিবার দিবাগত-রাত ১ টায় আগুন দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিস ডাকা হয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামবাসী আলামিন ইসলাম, আরিফুল ইসলাম ও ছিদ্দিক মন্ডল বলেন,গত বছরের মতো এবারো শুরু হয়েছে খড়ের গাদায় আগুন দেয়া। গতবছর ওই ঘটনায় একজনকে পুলিশ আটক করে। এবছর ফের শুরু হয়েছে। একদিকে যেমন জানমাল ক্ষতি, অন্যদিকে আতঙ্ক। এলাকার নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনি তৎপরতা বাড়ানো উচিত।
ক্ষতিগ্রস্ত মজনু মিয়া বলেন, বাড়ির গরুর খাবারের জন্য বাড়ির আঙ্গিনায় ২০ বিঘা মাটির ধানের খড় পালা দিয়ে রেখেছিলাম। গত বছর আমার বড় ভাইয়ের খড়ের গাদাসহ বেশ কয়েকটা খড়ের গাদায় আগুন লাগিয়েছিলো দুর্বৃত্তরা। তাই এইবার সজাগ থাকা সত্ত্বেও, রক্ষা করতে পারলাম না। এভাবে যদি প্রতিবছর অগ্নি ঘটনা ঘটে, তবে তো আমরা নিরাপত্তাহীন। আজ খড়ের গাদায় আগুন দিচ্ছে, একদিন তো বাড়িতে দিবে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছি। এ এলাকায় গতবছরেও বেশ কিছু খড়ের গাদায় অগ্নিসংযোগ ঘটনা ঘটেছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, গতবছর পরপর অগ্নিসংযোগের ঘটনায় একজনকে আটক করা হয়। এরপর থেকেই অগ্নিসংযোগ ঘটনা বন্ধ হয় যায়। কিন্তু বর্তমানে গত রবিবার দিবাগত-রাতে আবার অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ধারণা করা হচ্ছে গতবছর আটক সেই যুবক-ই আবারো এ ঘটনা সংঘটিত করছে। সে যুবক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। 


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft