মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ সারাদেশ
বাগমারায় উপজেলা পরিষদের আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
‘দেশের উন্নয়নের গতিকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া জরুরী’
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো :
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৩:২৬ পিএম |
রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুযারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, সমগ্র উপজেলার উন্নয়ন করতে হবে। আর উন্নয়ন করতে চাইলে উন্নয়নের দায়িত্বে থাকা সবাইকে নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজ দায়িত্ব পালন না করলে সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। শুধু মুখে বললে কাজ হয়ে যাবে না। সমন্বিত পরিকল্পনার আলোকে এগিয়ে যেতে হবে। সমিন্বত পরিকল্পনা ছাড়া সঠিক ভাবে উন্নয়ন সম্ভব না। প্রশাসন থেকে শুরু করে আইন শৃংখলা বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রধান। নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার সমাধান চাইলে গ্রাম আদালতের মাধ্যমে চেয়ারম্যান করতে পারে।
তিনি আরো বলেন, ছোট খাটো ঘটনাকে টেনে বড় করার দরকার নেই। দেশ এগিয়ে যাচ্ছে তাই দেশের এই উন্নয়নের গতিকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরী। উপজেলায় সরকারী অনেক প্রল্পের কাজ চলমান রয়েছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। বসে থাকার সময় নেই। প্রত্যন্ত এলাকার উন্নয়ন বিষয়ে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সজাগ হতে হবে। এ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা একান্ত প্রয়োজন। এছাড়া উপজেলার বিভিন্ন বিলে আবাদী জমিতে পুকুর খনন বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, চেয়ারম্যান লুৎফর রহমান, আনোয়ার হোসেন, মনিরুজ্জামান রঞ্জু, মোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিদ্যুৎ অফিসের ডিজিএম মিনারুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সহ মাসিক সমন্বয় সভার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft