শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ শিক্ষা বার্তা
পাঠ্যপুস্তকে ভুল-গাফিলতি তদন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি
ঢাকা অফিস:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ২:৪৪ পিএম |
চলতি ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রণীত পাঠ্যপুস্তকের অসংগতি ও ভুলত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে প্রয়োজনীয় সুপারিশ প্রদানে ‘বিশেষজ্ঞ কমিটি’ গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিষয়গুলো পর্যালোচনা ও গাফিলতি চিহ্নিত করে সুপারিশসহ তদন্ত করতেও কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।
তদন্ত কমিটি: এ কমিটিকে ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে অসংগতি, ভুল তথ্য-উপাত্ত সন্নিবেশ হয়ে থাকলে তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কার্যক্রমে কারও গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল ছিল কিনা; তা চিহ্নিত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে তদন্ত কমিটিকে তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন- একই বিভাগের যুগ্ম সচিব মোল্লা মিজানুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর সিরাজুল ইসলাম খান, ঢাকা বিএফ শাহীন স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান মিয়া। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মিজানুর রহমান। কমিটি প্রয়োজনে একজন সদস্য কো-অপ্ট করতে পারবে।
এই কমিটির কার্যপরিধিতে বলা হয়, কমিটি ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে অসংগতি, ভুল তথ্য-উপাত্ত সন্নিবেশ হয়ে থাকলে তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কার্যক্রমে কারও গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল ছিল কিনা; তা চিহ্নিত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
বিশেষজ্ঞ কমিটি: এ কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রণীত পাঠ্যপুস্তকের অসংগতি ও ভুলত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআর) পরিচালক ড. আব্দুল হালিমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- আইআর’র অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য মো. লুৎফর রহমান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ মনোনীত একজন উপ-সচিব, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক পদমর্যাদার প্রতিনিধি, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার শাহীন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ০পরিচালক মো. আজিজ উদ্দিন। সুপারিশ প্রণয়নে কমিটি প্রয়োজনে ২-৩ জন বিদ্যা বিশেষজ্ঞের মতামত গ্রহণ করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
এই কমিটিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রণীত পাঠ্যপুস্তকের অসংগতি, ভুলত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। কমিটির দায়িত্ব পালনকালে এনসিটিবি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
ইসির চিঠি সরকারের নতুন কৌশল : ফখরুল
আরও চার জনের করোনা শনাক্ত
স্বাধীনতা দিবসে মাঠে নামছেন আকরাম-নান্নুরা
লজ্জার রেকর্ডে কেনিয়াকে পেছনে ফেলল শ্রীলঙ্কা
বাংলাদেশের জার্সিতে এলিটা
বিএনপির রাজনৈতিক কবর রচিত হবে : আমু
আরও ছয় ডেঙ্গুরোগী হাসপাতালে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
কেন ঊনসত্তরেও ছিলেন সিঙ্গেল, জানালেন সেই সাবেক অধ্যাপক
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
ব্যসায়ীকে পথে বসাতে মরিয়া সেই বাশার, থানায় অভিযোগ
রামনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft