প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৬:৪১ পিএম |

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এমপি-মন্ত্রী হওয়া কিংবা ক্ষমতার জন্য দল গঠন করিনি, আমি দল গঠন করেছি সেবা আর মানুষকে পাহারা দেওয়ার জন্য।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কার্যালয়ে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার অনেক দূরত্ব আছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। এখন লুটপাটের সময় চলছে। এজন্য হয়তো অনেকে মনে করতে পারে আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, সরকারে যাওয়া। এমন রাজনীতি আমি করি না।
তিনি বলেন, আওয়ামী লীগ সত্যি মস্তবড় দল। বঙ্গবন্ধুকে গ্রাস করে আওয়ামী লীগ সুফল পাচ্ছে। ততোদিনই তারা সুফল পাবে, যতোদিন না পর্যন্ত আমরা আওয়ামী লীগের চাইতে সুসংগঠিত হতে পারবো।