সোমবার ২৭ মার্চ ২০২৩ ১৩ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
উলাসী সৃজনী সংঘের কর্মশালা
কাগজ সংবাদ
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৮:৫৩ পিএম |
উলাসী সৃজনী সংঘ যশোরের উদ্যোগে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্চ’র অর্থায়নে মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের সাথে উই প্রকল্পের সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘এমপাওয়ারিং উইমেন সিএসও টু এনসিওর গুড গর্ভন্যান্স’ বা (উই) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিৎ কুমার দাস, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল হাজরা, মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের প্রোগ্রাম অফিসার খালেদা খাতুন, জেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি নাজনীন আক্তার, সদর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি প্রীতিলতা বর্মন, উপদেষ্টা কমিটির আহ্বায়ক (উই প্রকল্প) রমা বর্মন, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশন নেত্রী নিষ্কৃতি বর্মন, পবিত্রা রানী বর্মন। প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠান পরিচালনা করেন উই প্রকল্পের আঞ্চলিক সমন্বকারী আনিছুজ্জামান।                           
তৃণমূল নারীর স্বাবলম্বীকরণের প্রতিশ্রুতি নিয়ে ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্য ইতোমধ্য উদ্বোধন হয়েছে সদাইপাতি নামে সাতটি কমিউনিটি স্টোর। রোববার উদ্বোধন হলো আরেকটি। এভাবে হাজারো দরিদ্র অসহায় নারীর ভরসার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্চ এর অর্থায়নে উই প্রকল্প। যার উদ্যোক্তা উলাসী সৃজনী সংঘ যশোর। যে বেসরকারি প্রতিষ্ঠানটির লক্ষ্য নারীর স্বাবলম্বীকরণে একশ’টি কমিউনিটি স্টোর তৈরির। আর এর মধ্য দিয়ে পাঁচশ’টি দলের পনেরো হাজার নারীর আলোর বাতিঘরে পরিণত হয়েছে উলাসী সৃজনী সংঘের ‘এমপাওয়ারিং উইমেন সিএসও টু এনসিওর গুড গর্ভন্যান্স’ বা (উই) প্রকল্প।  
উলাসী সৃজনী সংঘের উদ্যোগে রোববার দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়ায় সদাইপাতি’র আটতম স্টোর উদ্বোধন হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি প্রীতিলতা বর্মন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান। স্বাগত বক্তব্য দেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপ পরিচালক আনিছুর রহমান, জেলা সমবায় অফিসার এস.এম মঞ্জুরুল হক, সদর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের প্রোগ্রাম কো অর্ডিনেটর নাবিলা নুসরাত, উই প্রকল্পের টিম লিডার মোতোয়াক্কেল বিল্লাহ্, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন, নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কল্পনা রানী, তেঘরিয়া নারী সামাজিক এসোসিয়েশন নেত্রী শীলা খাতুন, এসময় আরও উপস্থিত ছিলেন উলাসী সৃজনী সংঘ ও উই প্রকল্পের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।                                                                                                                                                                               
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়েই নারীর ক্ষমতায়ন নিশ্চিত সম্ভব। তাই প্রথমে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। যা পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর গুরুত্ব বাড়াবে। কমিউনিটি স্টোর বিষয়ে উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি বলেন, ইতোমধ্য সদাইপাতি নামে সাতটি কমিউনিটি স্টোর উদ্বোধন করা হয়েছে। এটি নিয়ে মোট আটটি চালু হলো। আমাদের লক্ষ্য সদাইপাতির একশ’টি কমিউনিটি স্টোর চালু করা। ব্যাপক কর্মসংস্থান তৈরির মাধ্যমে তৃণমূল নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা। চলতি বছর এপ্রিলে ট্রেইডক্রাফটের অর্থায়নে নারী উন্নয়নমূলক আরেকটি প্রকল্প চালু হবে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আনিছুজ্জামান ও ফিল্ড কো অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন আহবায়ক উপদেষ্টা কমিটি (উই প্রকল্প) রমা বর্মন।   


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ প্রার্থী
কুষ্টিয়ায় যুবককে মারধরের ৪ মাস পর মৃত্যু
চলতি মাসে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার
কঠিন চ্যালেঞ্জ সামাল দিতে প্রস্তুত কাবরেরা
বৃষ্টি বাধায় এলো দুইশ ছাড়ানো ইনিংস
২০০ ইয়াবাসহ আটক লিমনের ৫ বছরের কারাদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোর জেনারেল হাসপাতালে যুবলীগ নেতার হাতে নার্স লাঞ্ছিত
গ্রামের কাগজকে ভালোবাসা জানাতে আসেন হাজারো মানুষ
আত্মহত্যা করলেন ভারতের জনপ্রিয় নায়িকা
যশোরের সিনিয়র সাংবাদিক শাহনারা বেগমের ইন্তেকাল
হঠাৎ আইরিশদের টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ঘোষণা
ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল থেকে
সৌদিতে ১৭ হাজার প্রবাসী আটক
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft