প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৪ পিএম |

ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলবে তারা। তবে এই সিরিজের জন্য নিয়মিত খেলোয়াড় খুঁজে পাচ্ছে না ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এ কারণে কয়েকজন তারকা ও অনিয়মিত খেলোয়াড় নিয়ে বাংলাদেশে ম্যাচ খেলতে আসবে ইংলিশরা। বিষয়টি জানিয়ে ইংল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরে কয়েকজন তারকার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অনিয়মিত খেলোয়াড়দের নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড।
সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করতে পারে ইংল্যান্ড। মূলত ২০২১ সালের অক্টোবরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতিতে এ সফর পিছিয়ে যায়।
প্রথম দফা জানা গিয়েছিল, ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে ২০ ফেব্রুয়ারি। তবে কয়েক দিন আগে জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ড দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ১ মার্চ। ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড দল। আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে সেখান থেকে কোনো খেলোয়াড়কে পাওয়ার আশা করাটা প্রায় অসম্ভবই।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের চেয়েও ইংলিশ নির্বাচকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের বেশ কয়েক ক্রিকেটার চুক্তিবদ্ধ।
জাতীয় দলের চেয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজিকেই গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ সফরে তাদের পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। টেলিগ্রাফ জানাচ্ছে, কমপক্ষে ১৫ জন নিয়মিত ক্রিকেটারকে বাংলাদেশ সফরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
পিএসএলের কারণে অ্যালেক্স হেলসকে পাচ্ছে না ইংল্যান্ড। তিনি পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি লিগের একটি দলের সঙ্গে মোটা অঙ্কের চুক্তিতে আছেন। টেলিগ্রাফের তথ্যানুযায়ী, একইভাবে ইংল্যান্ড দলের হয়ে বাংলাদেশে আসছেন না স্যাম বিলিংস, জেমস ভিন্স ও লিয়াম ডসন। একই সঙ্গে পাওয়া যাচ্ছে না বেন ডাকেট ও হ্যারি ব্রুকসকে।
দুজন এ মুহূর্তে ইংল্যান্ডের ওয়ানডে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন। চোটের কারণে এ সফরের সময় বিশ্রামে থাকবেন জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। তবে বাংলাদেশ সফরে আসছেন অধিনায়ক জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ ও জেসন রয়দের মতো খেলোয়াড়েরা। এ সফরে ফিরতে পারেন মার্ক উডও।