প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৬ পিএম |

ময়ূরের সৌন্দর্য্য সেই যুগ যুগ ধরে সাহিত্য, গল্প উপন্যাসে উল্লেখ আছে। ময়ূরের সৌন্দর্য্য আদি যুগ থেকে ময়ূরের রূপে মুগ্ধ হয়ে আসছেন রাজা থেকে কবি-সাহিত্যিকেরা। আর ময়ূরের সেই নীল ও সবুজের আভায় রঙীন পেখম মেলার দৃশ্য এক এককথায় অপরূপ।
পুরুষ ময়ূরের পেখম মেলে নাচ দেখতে কার না ভালো লাগে! সঙ্গীকে আকৃষ্ট করতে ময়ূরের সেই ভঙ্গিমা মন ভুলিয়ে দিতে পারে। আর এমন নাচ দেখার ভাগ্য অবশ্য সকলের সবসময় হয় না। তবে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে সবকিছুই হাতের নাগালে চলে এসেছে। অর্থাৎ চাক্ষুষ দেখার সুযোগ না হলেও ইন্টারনেটে ময়ূরের নাচ দেখাই যায়। কিন্তু নীল-সবুজ পেখমের ময়ূরের নাচের ভিডিও দেখা তো আর দুষ্কর নয়, কিন্তু কখনও সাদা ময়ূরের পেখম মেলে নাচ দেখেছেন? খানিকটা অন্যরকম শুনতে লাগলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপরূপ সাদা ময়ূরের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
খুব স্বল্প দৌর্ঘ্যের হলেও মনোমুগ্ধকর ভিডিয়োটি সকলের নজর কেড়েছে। স্বাভাবিক প্রজাতির তুলনায় ভিন্ন ঐ ময়ূরটিকে দেখে সবার মনেই বেশ আগ্রহ জন্মেছে। ভিডিওতে সাদা ময়ূরটিকে ধীরে ধীরে সাদা পেখম মেলতে দেখা গিয়েছে। ময়ূরটি সাদা পালকগুলোকে যখন ধীরে ধীরে মেলে ধরছে সে দৃশ্য সত্যি যেন ভোলার নয়।