প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৮ পিএম |

বর্তমানে বলিউডে ঝড় তুলছে শাহরুখ খান ও সালমান খান অভিনীত সিনেমা 'পাঠান'। এই সিনেমা দিয়েই দীর্ঘ চার বছর রুপালি পর্দায় লিড রোলে ফিরলেন শাহরুখ। আর ফিরেই পুরোপুরি সফল এ অভিনেতা। সব শ্রেণির দর্শকের মন জয় করে নিয়েছে পাঠান।
এবার পাঠানের প্রেমে পড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। সোশ্যাল মিডিয়া বরাবরই ট্রেন্ড করেন ওয়ার্নার। বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন। বেশিরভাগ পোস্ট তিনি করেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দৃশ্যের নকল করে।
এবার শাহরুখ খানের মুখে নিজের মুখ বসিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করলেন। তাতে ওয়ার্নার হয়ে গেলেন শাহরুখ খান। অবশ্য এই প্রথম নয়, এর আগেও এই কাজ করেছেন ওয়ার্নার। করোনার সময় তো এ নিয়ে বেশ সরব ছিলেন এই ক্রিকেটার।
তিনি পাঠানে শাহরুখের বিভিন্ন দৃশ্যে নিজের মুখটা বসিয়ে তা শেয়ার করেছেন। এর মধ্যে ‘বেশরম রং’ গানে শাহরুখের দৃশ্যে ছিল ভিডিওটি। ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও, দারুণ সিনেমা। আপনারা কি নাম বলতে পারবেন?’