প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১২ পিএম |

দেশে আরো ৪ থেকে ৫ দিন শীতের অনুভূতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। এ সময় কুয়াশা দেখা যেতে পারে।
বুধবার সকাল সাড়ে ১০টায় আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, গত কয়েকদিন তাপমাত্রা বাড়তির দিকে ছিল। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে আসতে পারে। এই সময় শীতের অনুভূতি থাকবে। তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। গতকাল সারাদেশে এক ধরনের জলীয়বাষ্প দেখা গেছে। এই জলীয়বাষ্প কুয়াশা আকারে ঝরছে।' গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
ঢাকার আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।