প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৫ পিএম |

দিনাজপুরের খানসামা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জমিরউদ্দীন শাহ বালিকা স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অত্র বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত, পরিচিতি পর্ব শেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ এর সভাপতিত্বে সহকারী অধ্যাপক গোলাম আজিজ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, সিনিয়র প্রভাষক সামিউল ইসলাম নবাব, তপন কুমার চক্রবর্তী, মাহফুজ আলী শাহ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।